সেনাবাহিনী কমিশন্ড অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
সেনাবাহিনী কমিশন্ড অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫: (army commissioned officer circular 2025) সম্প্রতি কমিশন্ড অফিসার পদে ২৮তম ডিএসএসসি (28TH DSSC (SPECIAL PURPOSE) – AMC) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
২৮তম ডিএসএসসি (স্পেশাল পারপাস) – এএমসি
আবেদনের সময়কাল: ১৪ মার্চ ২০২৫ হতে ০৩ মে ২০২৫
আবেদন ফি ও অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ সর্বমোট: ২০০০/-(দুই হাজার) টাকা (অফেরতযোগ্য)
বিশেষ নির্দেশনা:
১. একই আবেদনকারীর একাধিক আবেদন গ্রহণযোগ্য নয়। যে সকল আবেদনকারী ইতোমধ্যেই একবার ফি জমাদানপূর্বক আবেদন সম্পন্ন করেছেন তাদের ক্ষেত্র পুনরায় ফি জমাদান করলে স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।
বয়স:
০১ জুলাই ২০২৫ তারিখে অনূর্ধ্ব ৪০ বছর (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)।
শিক্ষাগত যোগ্যতা:
যোগ্যতা | নিম্নবর্ণিত ক্যাটাগরিসমূহে বিশেষজ্ঞ চিকিৎসকগন আবেদন করতে পারবেন: | |
---|---|---|
এফসিপিএস / এফআরসিএস / এমএস / এমডি অথবা সমমান যা বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল (বিএমএন্ডডিসি) কর্তৃক স্বীকৃত | Endocrinologist | Colorectal Surgeon (Female Only) |
Cardiologist | Cardiac Surgeon | |
Neuro Medicine | Burn and Plastic Surgeon | |
Internal Medicine | Gastroenterologist | |
Nephrologist |
শারীরিক যোগ্যতা (ন্যূনতম)
শারীরিক যোগ্যতা | পুরুষ প্রার্থীদের জন্য | মহিলা প্রার্থীদের জন্য |
---|---|---|
উচ্চতা | ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি) | ১.৫২ মিটার (৫ ফুট ০ ইঞ্চি) |
ওজন* | ৫৯ কিলোগ্রাম (১৩০ পাউন্ড) | ৪৯ কিলোগ্রাম (১০৯ পাউন্ড) |
বুক | স্বাভাবিক- ৩০ ইঞ্চি (০.৭৬ মিটার), প্রসারণ- ৩২ ইঞ্চি (০.৮১ মিটার) | স্বাভাবিক- ২৮ ইঞ্চি (০.৭১ মিটার), প্রসারণ- ৩০ ইঞ্চি (০.৭৬ মিটার) |
*উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবেন। |
বৈবাহিক অবস্থা: বিবাহিত/অবিবাহিত।
জাতীয়তা: জন্ম সূত্রে বাংলাদেশী নাগরিক।
প্রার্থীর জন্য অযোগ্যতা:
১। সেনা/নৌ/বিমান বাহিনী অথবা যে কোন সরকারি চাকরি হতে অপসারিত/বরখাস্ত।
২। আইএসএসবি কর্তৃক ০২ (দুই) বার স্ক্রিন্ড আউট/প্রত্যাখাত (একবার স্ক্রিন্ড আউট ও একবার প্রত্যাখাত হলে আবেদন করা যাবে)। তবে ০৫ (পাঁচ) বছর পূর্বে ০২ (দুই) বার স্ক্রিন্ড আউট/প্রত্যাখাত প্রার্থীগণও আবেদন করতে পারবেন।
৩। প্রতিটি চোখের দৃষ্টিক্ষীনতা ও দূরদৃষ্টি ২.৫ ডাইঅপ্টার এর বেশি এবং বিষমদৃস্টি ১.০ ডাইঅপ্টার এর বেশি হলে সেক্ষেত্রে অযোগ্য বলে বিবেচিত হবেন।
৪। সেনা, নৌ, বিমান বাহিনীর আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য বিবেচিত।
৫। দ্বৈত নাগরিকত্ব অথবা বাংলাদেশ ব্যতীত অন্য কোন দেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতি থাকলে।
নির্বাচন পদ্ধতি:
১। মৌখিক পরীক্ষা:আগামী ১২ – ১৪ মে ২০২৫ তারিখে ডিজিএমএস অফিস, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতঃ প্রার্থীরা কল-আপ লেটার প্রিন্ট করে নিবেন এবং পরীক্ষার সময় কল-আপ লেটার সাথে বহন করবেন। মৌখিক পরীক্ষার সময় সকল পরীক্ষা সার্টিফিকেট ও মার্কসীটের মূলকপি (এসএসসি/ও লেভেল, এইচএসসি/এ লেভেল, এমবিবিএস, ইন্টার্ণশীপ, বিএমএন্ডডিসি রেজিস্ট্রেশন কার্ড, এফসিপিএস/এফআরসিএস/এমএস/এমডি অথবা সমমান এবং কল-আপ লেটার) প্রদর্শন করতে হবে, অন্যথায় অযোগ্য বলে বিবেচিত হবেন।
২। আন্তঃ বাহিনী নির্বাচন পর্ষদ (ISSB) পরীক্ষা: অংশগ্রহণ প্রয়োজন নেই
৩। চুড়ান্ত নির্বাচন ও যোগদান নির্দেশিকা প্রদান: উপরোক্ত সকল পরীক্ষায় চুড়ান্ত যোগ্যতা অর্জন সাপেক্ষে শূন্যআসনের অনুকূলে মেধাক্রম অনুযায়ী প্রার্থীদেরকে সেনাবাহিনী সদরদপ্তর, এজি’র শাখা, পিএ পরিদপ্তর কর্তৃক চুড়ান্তভাবে নির্বাচিত ঘোষণা এবং পরবর্তীতে যোগদান নির্দেশিকা প্রদান করা হবে। বিএমএ’তে সম্ভাব্য যোগদানের তারিখ ২৬ জুন ২০২৫।
