১১ টি পদে ১৫১ জনকে নিয়োগ দেবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড:
১১ টি পদে ১৫১ জনকে নিয়োগ দেবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড:সম্প্রতি লোকবল নিয়োগ দেয়ার জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। একাধিক পদে ১৫১ জনকে নিয়োগ দেবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। আগ্রহী প্রার্থীগণকে অনলাইনে http://bpdb.teletalk.com.bd/ এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদন ১৯-১০-২০২৩ খ্রি. তারিখ শুরু হয়ে ০২-১১-২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত চলবে।
পদসমূহ: সহকারী পরিচালক (হিসাব/অর্থ/অডিট/বাণিজ্যিক পরিচালন)/সহকারী পরিচালক (প্রশাসন)/সহকারী পরিচালক (নিরাপত্তা ও অনুসন্ধান)/মেডিকেল অফিসার/রসায়নবিদ/ক্রয়/ভান্ডার/সিএন্ডএফ কর্মকর্তা/সহকারী প্রধান শিক্ষক/হিসাবরক্ষক/(সহকারী নিরাপত্তা কর্মকর্তা/আঞ্চলিক গোয়েন্দা কর্মকর্তা)/সহকারী হিসাবরক্ষক/উচ্চমান হিসাব সহকারী।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর চাকরির আবেদন করবেন যেভাবে:
ক. পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি http://bpdb.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২(বাহাত্তর) ঘন্টার মধ্যে SMS এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
খ. Online আবেদনপত্রে প্রার্থী তাঁর স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০) pixel ও রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০) pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ ১০০ KB ও স্বাক্ষরের সাইজ ৬০ KB হতে হবে।
গ. Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
ঘ. প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙ্গিন প্রতিলিপি পরীক্ষা সংক্রান্ত যেকোন প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।
Online-এ আবেদনপত্র ( Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মোতাবেক ছবি এবং স্বাক্ষর upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s copy পাবেন। উক্ত Applicant’s copy প্রার্থী download পূর্বক রঙ্গিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন।
পরীক্ষার ফি/প্রদান পদ্ধতি: Applicant’s কপিতে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যেকোন Teletalk Pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই)টি SMS করে ক্রমিক নং-১ হতে ৭ এ বর্ণিত পদের পরীক্ষার ফি বাবদ ৬০০/- (ছয়শত) টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৬৯/- (উনসত্তর) টাকাসহ মোট ৬৬৯/- (ছয়শত উনসত্তর) টাকা, ক্রমিক নং-৮ এ বর্ণিত পদের পরীক্ষার ফি বাবদ ৫০০/- (পাঁচশত) টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৫৮/- (আটান্ন) টাকাসহ মোট ৫৫৮/- (পাঁচশত আটান্ন) টাকা, ক্রমিক নং-৯ এ বর্ণিত পদের পরীক্ষার ফি বাবদ ৩০০/- (তিনশত) টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৩৫/- (পঁয়ত্রিশ) টাকাসহ মোট ৩৩৫/- (তিনশত পঁয়ত্রিশ) টাকা এবং ক্রমিক নং-১০ ও ১১ এ বর্ণিত পদের জন্য ২০০/-(দুইশত) টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ বাবদ ২৩/-(তেইশ) টাকাসহ মোট ২২৩/- (দুই শত তেইশ) টাকা অনধিক ৭২(বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিবেন! এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, “Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহিত হবে না”।
প্রথম SMS: BPDB User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: BPDB ABCDEF
Reply: Applicant’s Name, Tk 669/558/335/223 will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type BPDB YesPIN and send to 16222.
দ্বিতীয় SMS: BPDB Yes PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: BPDB YES 12345678
Reply: Congratulations Applicant’s Name, payment completed successfully for BPDB Application for post xxxxxxxxx User ID is (ABCDEF) and Password (xxxxxxxx).
বিজ্ঞপ্তিটি পিডিএফ ফাইলে দেখুন এখানে