৪৬ তম বিসিএস সার্কুলার ২০২৩: (46th BCS Circular 2023) ৩০-১১-২০২৩ খ্রি. তারিখ ৪৬ তম বিসিএস সার্কুলার ২০২৩ প্রকাশ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের শূন্য পদসমূহ প্রতিযোগিতামূলক ৪৬তম বি.সি.এস. পরীক্ষা-২০২৩ এর মাধ্যমে পূরণের জন্য যোগ্য প্রার্থীদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। ৪৬ তম বিসিএস সার্কুলার ২০২৩ এ সর্বমোট শূন্য পদের সংখ্যা রয়েছে ৩১৪০ টি। আগ্রহী প্রার্থীগণকে অনলাইনে http://bpsc.teletalk.com.bd/ এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
৪৬ তম বিসিএস সার্কুলার ২০২৩ এর শূন্য পদসমূহ:
ক. সাধারণ ক্যাডার ৪৮৯, খ. প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডার ২০৭৪, গ. বিসিএস (সাধারণ শিক্ষা) ৪২৯+৯১, ঘ. বিসিএস (কারিগরি শিক্ষা) ৫৭
বিভিন্ন ক্যাডারের সর্বমোট শূন্য পদের সংখ্যা (ক+খ+গ+ঘ)=৩১৪০ টি
অনলাইনে ৪৬তম বি.সি.এস. পরীক্ষা-২০২৩ এর আবেদনপত্র (BPSC Form-1) পূরণ শুরুর তারিখ ও সময় ১০.১২.২০২৩খ্রি. তারিখ, সকাল ১০.০০ মিনিট;
অনলাইনে ৪৬তম বি.সি.এস. পরীক্ষা-২০২৩ এর আবেদনপত্র (BPSC Form-1) জমাদানের শেষ তারিখ ও সময়: ৩১.১২.২০২৩ খ্রি. তারিখ, সন্ধ্যা ৬.০০ মিনিট;